• HOME
  • MADHUR SANGEET
  • ভূমিকা

    নির্দেশাবলী

    অনুরোধের গান পরিচ্ছেদে বাংলা গান শোনানোর ব্যবস্থা এখন সীমিত আকারে উপস্থাপিত হচ্ছে। কপিরাইট এবং প্রকৌশলগত বিষয়গুলির মীমাংসার পর সংগ্রহালয়ের সব গানই শোনানো সম্ভব হবে। ক্রোম ব্রাউজারে থাকলে এই বিভাগটি ভাল দেখতে পাবেন । আগ্রহী মানুষের কাছে নেট পরিষেবা মাধ্যমটির ব্যবহারের সুবিধা ও অপার সম্ভাবনার কথা হাতে কলমে বোঝানোর চেষ্টা করার জন্য বর্তমান গানের তালিকা দিয়ে এই পরিচ্ছেদে গান শোনানো হচ্ছে। এই বিভাগের বিস্তারিত কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর যখন সব গান শোনানো সম্ভব হবে, তখন বাঙালী জনসাধারণের মনের একটি সুপ্ত আকাঙ্ক্ষা পূর্ণ হবে। অপ্রচলিত এবং সচরাচর শোনা যায় না এমন সব সংগ্রহ শোনার জন্য এটি হয়ে উঠবে একটি অমূল্য সামাজিক সম্পদ। মধুর সঙ্গীত আন্দোলনে অংশ গ্রহণ করে বাঙালীর সমস্ত সাঙ্গীতিক পরিসম্পদকে সংরক্ষণের প্রচেষ্টাকে সফল করে তুলুন। ভাবীকাল আপনার মহামূল্য যোগদানে ধন্য হবে। সুমহান সংস্কৃতির সুস্থ উপভোগে আনন্দ লাভ করে সম্পন্ন হবে।

    গানগুলি ‘শিল্পীপেটিকা’ ও ‘আঙ্গিকপেটিকা’ নামের দুটি ফোল্ডারে রক্ষিত আছে। প্রথমেই অনুরূপ নামের বোতামে ক্লিক করে পেটিকার তালিকা চেয়ে নিন। গানের সংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যে বর্তমানে একটি স্পাইরাল বাঁধানো খাতার আকারে তালিকা প্রদর্শিত হচ্ছে। এতে একাধিক পৃষ্ঠায় অনেক শিল্পী বা আঙ্গিকের নাম দেখানো সম্ভব হচ্ছে। সেভাবেই গানের ক্ষেত্রে এক এক জন শিল্পীর অনেক গান দেখানো সম্ভব হচ্ছে। পৃষ্ঠা পরিবর্তনের জন্য একটি ছোট নিয়ন্ত্রক যুক্ত করা হয়েছে। আপ অ্যারো ও ডাউন অ্যারো ব্যবহার করে পরের বা আগের পৃষ্ঠায় যেতে হবে। তালিকা দ্বিতীয় (শিল্পী) স্তম্ভে ছাপা হবে। তালিকা এসে গেলে মূষিক তীরটি শিল্পী বা আঙ্গিকের নামের উপর রেখে বাম ক্লিক করুন। ক্লিক করা সারিটি উদ্ভাসিত হয়ে উঠবে। এবার গানের নাম ডানদিকের স্তম্ভে ছাপা হবে। গানের নামের উপর মূষিকের তীরটি নিয়ে গিয়ে আবার বাম ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে প্লেয়ার দেখতে পাবেন। আপনার নির্বাচিত গান আপনার কম্পিউটারের মূল শব্দযন্ত্রে বেজে উঠবে। ক্রোম ব্রাউজার অটো প্লে ব্লক করে দিচ্ছে। প্লে বোতামে ক্লিক করে গানটি বাজান। একের অধিক সারিতে ক্লিক করবেন না। ভুল করে হয়ে গেলে ওই সারিতে মূষিক তীরটি নিয়ে গিয়ে আর একবার ক্লিক করে ক্লিক বাতিল করুন। অডিও প্লেয়ার HTML5 প্রযুক্তিতে নির্মিত। এখনও সব ব্রাউজারে এটি সম্যকভাবে চালু হয়নি। রঙের পার্থক্য ছাড়াও কিছু মেথড নিয়েও সমস্যা আছে। কোন ব্রাউজারে না পেলে বা দেখতে অসুবিধা দেখলে রিপোর্ট করুন; madhur_sangeet@bangodarshan.com এ মেল করে।