BANGODARSHAN.COM |
সঞ্জীবনী |
![]() |
||||||
H O M E | MADHUR SANGEET | SAHITYA RATNAKAR | SOCIETY | NOTICE | BANGLA BHASHA | S A M A J |
![]() |
||||||
Save Bengali save Baangaali
বাঙালীর বর্তমান অবস্থা নিয়ে বাঙালীরা মাথা ঘামায় বলে মনে হয় না। কিছু শিল্পী সাহিত্যিক সাংবাদিককে এসব নিয়ে ডিবেট করতে দেখা গেলেও, এ সম্বন্ধে কারও কোন চিন্তা আছে সেটা মনে হয় না। বাংলা ভাষার অবস্থা যে দুয়োরাণীর থেকেও অনেক সাংঘাতিক, সেটা সকলেরই জানা। সকলেই দেখতে পাচ্ছেন, ইংরেজী মাধ্যম শিক্ষার নামে বাংলাকে বর্জন করার ব্যবস্থা কত সুষ্ঠুভাবে সরকারী প্রত্যক্ষ-অপ্রত্যক্ষ মদতে কার্যকরী হয়ে গেছে। কিন্ত ভাষা বিসর্জনের এই কর্মটি যে বাঙালীর ভাতে হাত দিয়েছে এবং ধীরে ধীরে ও সুনিশ্চিতভাবে সমস্ত ব্যবসায় ও কর্মক্ষেত্র থেকে বাঙালীদের চিরবিদায়ের ব্যবস্থা করছে সেটি অনুধাবন করার মত মেরিট বাঙালী সমাজে খুব কম লোকের আছে। তবু যারা কানার মধ্যে ঝাপসা বা ব্যাপারটি কিছুটা বুঝতে পারছেন, তাদের নিয়েই বঙ্গদর্শনের উদ্যোগে বাঙালী সমাজকে রক্ষা করার ব্যাপারে প্রথম পদক্ষেপটি নেওয়ার জন্য শিক্ষিত বাঙালীদের এক মঞ্চে আনার প্রচেষ্টা করা হবে। বঙ্গদর্শন ওয়েবসাইটের দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশিষ্ট বাঙালীদের এক সমাবেশের আয়োজন করে, সকলের মতামতের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি প্রতিবেদন প্রেরণ করে বাঙালী সমাজের প্রাণ ভোমরা বাংলা ভাষার ও বাংলা শিক্ষার বর্তমান দুরবস্থার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে রিমেডিয়াল মেজার্স এর ব্যাপারে অনুরোধ করা হবে। সরকারকে যে প্রতিবেদনটি দেওয়া হবে তাতে যে সমস্ত বিষয় উল্লিখিত হতে পারে তার মধ্যে কয়েকটি একটি সংক্ষিপ্ত বিবরণীর মধ্যে দেওয়া হয়েছে। এর সঙ্গে একটি ফর্ম দেওয়া হয়েছে, যেটি ফিল আপ করে আপনারা এই প্রতিবেদন প্রস্তুত করা ও প্রতিবেদনে সাক্ষরকারী হওয়ার সম্মতি জানাতে পারেন। শেষ চেষ্টা করতে সকলে সমবেত হন। |
সরকারের নিকট দেয় আবেদনপত্রের প্রথম খসড়াটি আপনার মতামত ও সংশোধন বা পরিবর্তনের জন্য নিম্নে প্রদত্ত হলো। | ||||
|